কাউছার আলম, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে দীর্ঘ দিন পর উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠন করা হয়েছে। ১লা মার্চ(শনিবার)বিকাল ৫ ঘটিকার সময় পৌর শহরের প্রধান সড়কে আনন্দ মিছিল করে বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের নেত্রীবৃন্দ।
উপজেলা যুবদলের এডভোকেট আকবর হোসেন আরমানকে আহবায়ক, আকবর হোসেন সম্রাটকে যুগ্ন-আহবায়ক এবং সুজন পাটোয়ারীকে সদস্য সচিব করে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অপর দিকে নূরে হেলাল মামুন আহবায়ক ও জাকির হোসেনকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট রায়পুর পৌর যুবদলের কমিটি গঠন করা হয়েছে।
কমিটি ঘোষণার পর তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকেই কমিটিকে সাধুবাদ জানিয়েছে।দীর্ঘ দিন যাবত রায়পুরে যুবদলের কমিটি ছিলোনা। অবশেষে কমিটি ঘোষণার পর দলীয় কর্মীদের দাবি আগামী দিনে দলকে আরো গতিশীল করতে উক্ত কমিটি মুখ্য ভূমিকা পালন করবে।