রাত হলেই যেন টঙ্গীর এরশাদনগরে শুরু হয় ভয়াবহতা ছিনতাই  চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড 

সোহাগ ইসলাম : সন্ত্রাসী ছিনতাই চাঁদাবাজি দিন দিন বেড়েই চলছে গাজীপুর মহানগড় টঙ্গির পূর্ব থানা অন্তর্গত ৪৯ নং ওয়ার্ড এরশাদ নগরে। রাত হলেই শুরু হয় ভয়াবহতা যাতে অতিষ্ট এলাকার সাধারণ মানুষ সাধারণ মানুষের অভিযোগ এলাকার কিছু প্রভাবশালী লোকেদের ইশারায় চলছে এইসব কর্মকাণ্ড 

প্রায় সময় দেখা যায় এলাকার বিভিন্ন স্থানে কোপাকোপি, ছিনতাই,মারামারি বেড়েই চলছে বিশেষ করে রাত হলে যেন শুরু হয় এই কর্মকাণ্ডগুলো এলাকার কিছু মানুষদের কাছে জিজ্ঞাসা করলে চ্যানেল ৭ কে জানাই  আধিপত্য নিয়ে মূলত বড় বড় গ্যাঞ্জামের সৃষ্টির কারণ। 

এ বিষয়ে চ্যানেল ৭ টঙ্গী  পূর্ব থানায় যোগাযোগ করলে পুলিশ  জানায় তাদের কাছে প্রায় বিভিন্ন ভাবে অভিযোগ যাচ্ছে খুব শীঘ্রই তারা এগুলো নিয়ন্ত্রণ করতে ব্যবস্থা নিবে । 

এ বিষয়ে পরবর্তিতে আরেকটি প্রতিবেদন আসছে যেখানে চ্যানেল ৭ চেষ্টা করবে এইগুলোর পিছনে কারা কার কাজ করছি চ্যানেল৭ এর পাশেই থাকুন। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।