রাজশাহীর চারঘাটে ফেনসিডিলসহ মাদক কারবারীর মোটরসাইকেল আটক

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে ফেনসিডিলসহ মাদক কারবারীর মোটরসাইকেল আটক করেছে বিজিবি-১। শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৪টার সময় চারঘাট থানার ইউসুফপুর এলাকায় এ ঘটনা ঘটে।

তবে অভিযুক্ত মোটরসাইকেল আরোহী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এসময় ৬বোতল ফেনসিডিলসহ মাদক কারবারের কাজে ব্যবহৃত একটি Wuyang 125cc এর মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (২২ নভেম্বর) সকালে বিজিবি-১ পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, শুক্রবার রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে ইউসুফপুর বিওপি’র অধীনে গোবিন্দপুর পাঁকা রাস্তার মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে চালক দ্রুত লাফিয়ে পালিয়ে যায়।

পরে মোটরসাইকেলটি তল্লাশি করে একটি ব্যাগে থাকা ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি টহল দল। আটক মোটরসাইকেলটির মডেল Wuyang 125cc বলে নিশ্চিত করেছে বিজিবি।

আটককৃত মোটরসাইকেল ও ফেনসিডিল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com