রাজনৈতিক দলের সঙ্গে বিকেলে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেক্স: দেশের চলমান সংকট ও বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে আজ বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

জাতীয় ঐক্যের ডাক
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “ভারতের আগরতলায় হাইকমিশনে হামলা এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা। এ জন্য তিনি রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন।”

সাম্প্রতিক বৈঠকগুলো
মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন ড. ইউনূস।

আজকের বৈঠকে বিএনপিসহ আরও দুটি রাজনৈতিক দলের অংশগ্রহণের কথা রয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার তিনি বিভিন্ন ধর্মীয় সংগঠন ও সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

এ বৈঠকগুলোকে দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।