চ্যানেল7বিডি ডেক্স: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্রুত ঐকমত্য প্রতিষ্ঠা করে নির্বাচনমুখী হওয়াই তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, দীর্ঘসূত্রতা এড়িয়ে দ্রুত সংলাপ ও সিদ্ধান্ত গ্রহণের দিকে অগ্রসর হতে চান তারা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জাতীয় ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু
আলী রীয়াজ বলেন, “আজকের বৈঠকের মূল উদ্দেশ্য ছিল জাতীয় ঐকমত্য কমিশনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা। আমরা সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিলাম, যাতে তারা পরস্পরের সঙ্গে পরিচিত হতে পারে এবং তাদের মতামত প্রকাশ করতে পারে।”
তিনি আরও বলেন, এটি কোনো সংলাপ ছিল না। মূলত কমিশনের প্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে, তা নিয়েই আলোচনা হয়েছে। বৈঠকে দেশের ২৭টি রাজনৈতিক দলের শতাধিক প্রতিনিধি অংশ নেন এবং ৩২ জন মতামত দেন।
রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের প্রয়োজনীয়তা
সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে আলী রীয়াজ বলেন, বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর একটিই মত—জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বিকল্প নেই। তারা সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এবং জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডকে সমর্থন করার আশ্বাস দিয়েছে।
তিনি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সমাজের অন্যান্য অংশের দায়িত্ব হলো এই সংস্কার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়া। আজকের বৈঠকে রাজনৈতিক দলগুলোর দেওয়া বক্তব্য সেটিই প্রমাণ করে।
দ্রুত সংলাপ সম্পন্ন করতে চায় কমিশন
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা করা হবে জানিয়ে আলী রীয়াজ বলেন, আমরা দলীয় ও জোটগতভাবে সংলাপ করব এবং পরে আবার সবাইকে একত্রিত করব। তবে প্রক্রিয়াটিকে দীর্ঘায়িত করতে চাই না। আমরা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পক্ষে।
তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলো সংস্কার প্রতিবেদনগুলোর হার্ডকপি চেয়েছে, যা খুব দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।
সংলাপ ও ঐকমত্যের সময়সীমা
সংলাপ শেষ হতে কতদিন লাগবে—এমন প্রশ্নের উত্তরে আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ছয় মাস। আমাদের লক্ষ্য, যত দ্রুত সম্ভব ঐকমত্যে পৌঁছানো। তবে রাজনৈতিক দলগুলোকেও সময় দিতে হবে, যাতে তারা ছয়টি কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করতে পারে।
তিনি বলেন, আমরা আশা করছি, ছয় মাসের আগেই প্রক্রিয়া সম্পন্ন করতে পারব। তবে এটি হুট করে হবে না। প্রতিবেদনগুলো রাজনৈতিক দলগুলোর পর্যালোচনার জন্য দেওয়া হয়েছে। তারা পর্যাপ্ত সময় পাবে, কিন্তু আমরা দ্রুত সংলাপ শুরু করতে চাই।
তিনি শেষ করেন এই বক্তব্য দিয়ে, সংস্কার কার্যক্রম দ্রুত অগ্রসর করতে হবে এবং ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে, যেন দেশ নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারে।
তথ্যসূত্র: ইউএনবি নিউজ