রাজধানীর প্রবেশ মুখ আমিনবাজারে পুলিশের তল্লাশি…..

রোমান হোসেন, সাভার: ঢাকার সাভারে রাজধানীর প্রবেশ মুখ সাভারের আমিনবাজারে বিভিন্ন যানবাহনে ও ব্যক্তিগত গাড়িতে তল্লাশি করছে পুলিশ। এসময় বাসসহ ছোট-বড় ব্যক্তিগত গাড়িও ও সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। রোববার (১০ নভেম্বর) সকালে থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজারে সাভার মডেল থানা পুলিশ এ তল্লাশি চৌকি বসায়।

জানা যায়, ৫ আগস্ট  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পড়ে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধান মন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। এরপর থেকেই দলটি সিংহভাগ নেতা-কর্মী পলাতাক রয়েছে। এরই মধ্যে নূর হোসেন দিবস উপলক্ষ্যে ও বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুলিস্থানের জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে সামনে সবাইকে সমবেত হওয়ার ডাক দেন দলটি। এতে সাভার মডেল থানা পুলিশ সর্তক অবস্থানে থেকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সড়কে তল্লাশি শুরু করেছে।

সাভার পরিবহনের বাসের ড্রাইভার ফারুক হোসেন ঢাকা পোস্টকে বলেন, ‘আমি চন্দ্রা থেকে বাস ছেড়ে এসেছি। কিন্তু কোথাও বাসে তল্লাশি করেনি। তবে আমিন বাজারে বাস পৌঁছালে পুলিশ বাস তল্লাশি করছে’ বলেও জানান তিনি।

অন্যদিকে প্রাইভেটকার চালক আল-আমিন বলেন, আমি ভাড়ায় গাড়ি চালাই। যাত্রী নিয়ে শ্যামলী যাবো, তবে পুলিশ তল্লাশি চালাছে। কিন্তু কিছু না পেয়ে গাড়ি ছেড়ে দিয়েছে বলে জানান তিনি।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আলম  বলেন, রাজধানীর নিরাপত্তার জন্য আমিন বাজারে চেক পোস্ট বসানো হয়েছে। এখানে বাসসহ ছোট-বড় গাড়ি তল্লাশি করা হচ্ছে। তবে সন্দেহ ভাজন কাউকে এখনো আটক করা হয়নি  বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *