জাকির হোসেন সুজন, রংপুরঃ রংপুরে আজ অনুষ্ঠিত হলো দৈনিক পরিবেশ পত্রিকার ৩৫তম বর্ষপূর্তি উদযাপন। “রংপুর বিভাগে আমাদের সাফল্য” শীর্ষক এই আলোচনাসভা অনুষ্ঠিত হয় শনিবার, ২২ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর বারোটায়, রংপুর প্রেসক্লাব মিলনায়তনে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের বিশিষ্ট সাংবাদিক, সামাজিক ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, তিন দশকেরও বেশি সময় ধরে দৈনিক পরিবেশ রংপুরসহ উত্তরাঞ্চলের মানুষের কথা তুলে ধরেছে নিরলসভাবে। এ সময় বক্তারা সংবাদপত্রের অবদান, স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব ও আঞ্চলিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।