যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু, আন্তনগর ট্রেন বৃহস্পতিবার

বিশেষ প্রতিনিধি: মালবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়ার একদিন পর আজ মঙ্গলবার স্বল্প দূরত্বের মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার আন্তনগর ট্রেনও চালু হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ দুই দিন আগে ট্রেন চলাচলের বিষয়ে এ ঘোষণা দিয়েছিল।

রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলী জানিয়েছেন, ট্রেন চালুর সিদ্ধান্ত পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে। প্রথমে মালবাহী ট্রেন, এরপর স্বল্প দূরত্বের ট্রেন, এবং সবশেষে আন্তনগর ট্রেন চালু করা হচ্ছে।

আন্তনগর ট্রেনগুলো দীর্ঘপথে চলে এবং অনেক ট্রেন গভীর রাতে চলে, যা নিরাপত্তার জন্য রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরঅ্যান্ডবি) প্রয়োজন। তাই আন্তনগর ট্রেন চালু করতে কিছুটা সময় নেওয়া হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আগামী বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্যকে চাকরিতে যোগ দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে রেলওয়ে পুলিশ ও আরঅ্যান্ডবি সদস্যরা কাজে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

কোটা সংস্কার আন্দোলন সংঘাতে পরিণত হলে গত ১৮ জুলাই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর স্বল্প দূরত্বের মেইল, লোকাল ও কমিউটার ট্রেন পুনরায় চালু হয়েছিল। ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা দেয়ার পর অনির্দিষ্টকালের জন্য রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

রেলওয়ে সূত্র জানিয়েছে, প্রতিদিন প্রায় ৪০০টি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করে, যার মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী, বন্ধন ও মিতালি এক্সপ্রেসও রয়েছে। আন্তদেশীয় ট্রেনগুলো ১৮ জুলাই বন্ধ হওয়ার পর আবার চালু হয়নি, কারণ ভারতীয় কর্তৃপক্ষের সাথে সমঝোতা ছাড়া এগুলো চালু করা সম্ভব নয়। দেশে প্রতিদিন ট্রেনে প্রায় আড়াই লাখ যাত্রী চলাচল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *