ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদিলা গ্রামে একটি মৎস্য খামারে মাছের খাদ্য হিসেবে মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহারের দায়ে খামার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। অপরাধের সহযোগী করায় খামারের ম্যানেজার শাহজাহান সরকার (৪০) সাত দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভালুকা ইউনিয়নের মেদিলা গ্রামে মজিবর মল্লিকের ফিশারিতে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, মাছের খাদ্য হিসেবে নিষিদ্ধ ও মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহার করা হচ্ছিল।যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।এ ঘটনায় মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩১(২) ধারা অনুযায়ী মজিবর মল্লিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং খামারের ম্যানেজারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) ভালুকা মো. ইকবাল হোসাইন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কৃষিবিদ মো. সাইদুর রহমান।