মেহেরপুরে বাংলা নববর্ষ উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচি

বাসস: জেলায় আজ বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ জানান, ১৪ এপ্রিল সোমবার পহেলা বৈশাখ সকাল ৮টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় সংগীত এবং ‘এসো হে বৈশাখ’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। 

এরপর সকাল ৮.১৫ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শহীদ ড. শামসুজ্জোহা পার্ক পর্যন্ত পহেলা বৈশাখের শোভাযাত্রা। ৮টা ৪৫ মিনিটে শহীদ ড. শামসুজ্জোহা পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও সুবিধাজনক সময়ে জেলা শিশু একাডেমির আয়োজনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

তিনি জানান, বাংলা নববর্ষ উপলক্ষে হাসপাতাল, জেলা কারাগার, শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাংলা খাবারের ব্যবস্থা এবং শিশু পরিবারের শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন এবং প্রতিটি ইউনিয়ন পরিষদে বৈশাখী শোভাযাত্রার আয়োজন করবে। 

পাশাপাশি বৈশাখ মাসের প্রথম ও দ্বিতীয়দিন জেলা শহরের শহীদ ড. সামসুজ্জোহা পার্কে দু’দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *