চ্যানেল7বিডি ডেক্স: উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মেক্সিকোতে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। বর্তমানে দুই দেশের মধ্যে ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি বাণিজ্য রয়েছে, যা আরও বহুগুণ বাড়ানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
সোমবার (১৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিক্যাব লাউঞ্জে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) আয়োজিত এক চা চক্রে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূত আনসারী বলেন, “আমার প্রথম কাজ হবে বাংলাদেশ থেকে সরাসরি পণ্যবাহী কার্গো সেবা চালু করা। বর্তমানে এই সেবা ভারত হয়ে সম্পাদিত হচ্ছে, যা সরাসরি চালু করা গেলে তাৎক্ষণিকভাবে ১০০ মিলিয়ন ডলার বাণিজ্য বৃদ্ধি সম্ভব।”
সাংবাদিক থেকে কূটনীতিক হওয়ার অভিজ্ঞতা শেয়ার করে আনসারী বলেন, “প্রথমে মনে হয়েছিল, মেক্সিকোতে গিয়ে কী করব? কিন্তু পরে বুঝলাম, মেক্সিকোতে বাংলাদেশের জন্য কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। সেখানে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ‘ত্রি জিরো’ তত্ত্বের বড় ক্যাম্পেইন এবং সোশ্যাল বিজনেসের কার্যক্রম রয়েছে। এ সবকিছু বাংলাদেশের প্রতিনিধিত্বের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।”
বাংলাদেশের পরিবর্তনের ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশটি পরিবর্তন এনেছে। পাশাপাশি, গত ১৫ বছর ধরে বিভিন্ন দল ক্ষমতার পরিবর্তনের জন্য সংগ্রাম করেছে। তাদের ত্যাগ-তিতিক্ষার ভূমিকাও আমাদের স্বীকার করতে হবে।”
রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন আনসারী। তিনি বলেন, “ড. ইউনূসের দলে কাজ করা আমার জন্য একটি বিশাল সম্মান। তার আস্থা ও বিশ্বাসের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের চেষ্টা করব। পাশাপাশি, কূটনীতিতে যারা কাজ করেন তাদের কিছুটা স্বাধীনতা থাকা উচিত, যা দক্ষতার উন্নয়নে সহায়ক।”