মুজিব কোট পুড়িয়ে আ.লীগ থেকে পদত্যাগের ঘোষণা রেজাউল করিমের

অনলাইন ডেক্স: জয়পুরহাটের ক্ষেতলালে প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও ইউপি সদস্য রেজাউল করিম। তিনি জানিয়েছেন, আর কোনো দিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার সম্পর্ক থাকবে না।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী বাজারে জনসম্মুখে মুজিব কোট পুড়িয়ে আনুষ্ঠানিকভাবে দলত্যাগের ঘোষণা দেন তিনি।

দলত্যাগের কারণ ব্যাখ্যা
পদত্যাগের সময় রেজাউল করিম বলেন, “এই দলকে আমার আর ভালো লাগে না। তাদের কার্যক্রম, আচরণ এবং কর্মকাণ্ডে আমি হতাশ। তাই মুজিব কোট পুড়িয়ে আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করছি।”

ভিডিও ঘিরে চাঞ্চল্য
মুজিব কোট পোড়ানোর মুহূর্তটি ভিডিওতে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি এলাকায় আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

স্থানীয় প্রতিক্রিয়া
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে এই ঘটনাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বিষয়টিকে ব্যক্তিগত ক্ষোভ বলে ব্যাখ্যা করছেন, আবার কেউ রেজাউল করিমের এই সিদ্ধান্তে হতবাক হয়েছেন।

রেজাউল করিমের এই পদত্যাগ আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।