নিজস্ব প্রতিবেদকঃ মিরপুর সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি পদে এসএম জহিরুল ইসলাম-সম্পাদক পদে মারুফ হায়দার, সহ-সভাপতি পদে আসাদুজ্জামান তালুকদার, যুগ্ন-সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ নির্বাচিত হয়েছেন। মিরপুর সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিট ২০২৫- থেকে ২০২৬ পর্যন্ত উক্ত কমিটি ১ বছরের জন্য নির্বাচিত হলেন।
রাজধানীর মিরপুরে গতকাল বুধবার (২১মে) রাত ৯.০০টা থেকে রাত ১০টা পর্যন্ত সমিতির অস্থায়ী কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।মোট ৪টি পদে প্রত্যেকে স্বতন্ত্রভাবে নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন প্রবীণ সাংবাদিক মির্জা আমিন ও সাংবাদিক ওমর ফারুক নিলয়। নব নির্বাচিত নেতারা বলেন আমরা খুব দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো।
নব নির্বাচিত সভাপতি এসএম জহিরুল ইসলাম বলেন,আমাদের মিরপুরে কর্মরত সাংবাদিকের একাধিক সংগঠন থাকলেও মিরপুরে কর্মরত সাংবাদিকদের কোন সমিতি নেই। অনেক গণমাধ্যম কর্মী ভাড়া বাসায় থাকে তাই তাদের আবাসনের কথা চিন্তা করে এই সমিতির আত্মপ্রকাশ,তবে খুশির বিষয় হলো আমাদের সমিতিতে মিরপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ আছে এবং আমি এই সমিতি নিয়ে অনেক আশাবাদী।