মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান; ৪ দালালের সাজা

রাহিমা আক্তার মুক্তা : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএর মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের ০৪ সদস্যকে ভিবিন্ন মেয়াদে সাজা দিয়েছে মিরপুর বিআরটিএ ভ্রাম্যমান আদালত ০৬। গতকাল সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথ অভিযান পরিচালনা করেন।

এ সময় বিআরটিএ কার্যালয় ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ০৪ দালাল সদস্যকে আটক করা হয়। গ্রেফতারকৃত দালালের পরিচয় জানা যায়, মো: সোহরাব (৫৩), ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড। মো: নূর আলম জিকু (৩৭) ১মাসের বিনাশ্রম কারাদণ্ড। মো: আবু কালাম (২৫) ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। মো: রইচ (৪০) ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

ভ্রাম্যমান আদালত ০৬ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার বলেন, ‘আটককৃতরা তাদের দোষ স্বীকার করেছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাদেরকে বিআরটিএ’র অধ্যাদেশ-১৮৬০ এর ১৮৬ ধারায় সাজা দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের আনসার পিসি মোঃ সোহেল রানা ও এপিসি মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে আনসার সদস্য সদ্য নিয়মিত টহল দিচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com