নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর শপিং সেন্টার কনভেনশন হলে হাফেজে কোরআন সংবর্ধনা ও ইমাম-মুহতামিম মিলনমেলা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ৬০০ হাফেজকে পাগড়ি মোড়া পড়ানো হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৩ টার দিকে এক বিশাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ খালেক চ্যারিটি ফাউন্ডেশন এর পক্ষ থেকে বৃহত্তর মিরপুরের ৬০০ হাফেজকে সম্মাননা প্রদান করেন ।এই প্রথম বাংলাদেশে এক অ্নন্য উত্তরণ সৃষ্টি করেন এ খালেক চ্যারিটি ফাউন্দেশনের চেয়ারম্যান আব্দুল খালেক ।পবিত্র মাহে রমজানের শুক্রবার এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাওলানা মুফতী আবুল বাশার নোমানী, প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন শায়েখ নেসার আহম্মেদ আন- নাছির,প্রধান আলোচক আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং সভাপতি আব্দুল খালেক ( চেয়ারম্যান এ খালেক চ্যারিটি ফাউন্দেশন। আলোচনা অনুষ্ঠানে চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, আমি একজন ব্যাবসায়ী তারপরও কুরআনের ( হাফেজ) পাখিদের জন্য আমার মন কাঁদে সদা সর্বদা। আমি প্রতিবছর এই ধরনের অনুষ্ঠান করে থাকি। আল্লাহতালা আমাকে বেচে রাখলে আগামী বছরও এই ধরনের অনুষ্ঠান করব। আমি তাদের মাঝে বেঁচে থাকতে চাই। এসময় অন্যান্য বক্তাগনও কুরআনের ( হাফেজ) পাখিদের নিয়ে অনেক মুল্যবান কথা তুলে ধরেন।সম্মানিত হাফেজ, ইমাম ও মুহতামিমগণদের পদচারনায় মোখরিত ছিল শুক্রবারের এই হাফেজে কোরআন সংবর্ধনা ও ইমাম-মুহতামিম মিলনমেলায়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বৃহত্তর মিরপুরের বিভিন্ন মসজিদের ঈমাম- খতীবগন এবং মাদ্রাসার শিশকসহ ছাত্রগন । হাফেজে কোরআন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেককের হাতে একটি করে জায়নামাজ তুলে দেন আয়োজকরা এবং সবশেষে ইফতার বিতরন ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।