মারপিটের ঘটনা ভিডিও ও নিউজ করায় সাংবাদিক পরিবারের উপর হামলা 

বিশেষ প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীর দূর্গাপুরে ননী গোপালের স্ত্রীর উপর গত ১৩ জুন মকুল শাহ হামলা করে যাহার ভিডিও ও নিউজ কারকে উদেশ্য করে মকুল শাহের নেতৃত্বে তার স্ত্রী কাকলি, বোন – ১. মর্জিনা, ২. ছনিয়া, ৩. রুপসি, ৪. রিমি, মেয়ে শিমু একত্রে সাংবাদিক সাহেব আলীর পরিবারের উপরে হামলার চালায়। 

শুক্রবার সন্ধা ৬ টায় সাংবাদিকের বাসায় তার স্ত্রী ও পুত্র বঁধু একা অবস্থান কালে মকুল শাহের পরিবার সাহেব আলীর বাসায় এসে বিভিন্ন গালাগালি করে ও হামলা চালয়। এ ঘটনায় সাহেব আলীর পরিবার কুমারখালী থানায় কল করলে ঘটনা স্থানে এসআই কামরুজ্জামান ও স্থানীদের উপস্থিতে অভিযুক্তরা ঘটনা স্থান ত্যাগ করে। 

স্থানীয় পপি জানায়, চেচামেচি শুনে গিয়ে দেখি মকুল শাহের পরিবার বিভিন্ন ভাষায় সাহেব আলী ভায়ের স্ত্রীকে গালাগালি করছে। 

জামের আলীর স্ত্রী জানান, সাহেব আলী স্ত্রীর আত্ম চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি মজিদ শাহের স্ত্রী ৪ মেয়ে, মকুলের স্ত্রী ও মেয়ে সাহেব আলীর বাসায় এসে বিভিন্ন অকাট্য ভাষায় গালাগালি করছে ও ভয়ভীতি দিচ্ছে। পুলিশ আসায় সবাই পালিয়ে যায়। 

এ বিষয়ে সাংবাদিক সাহেব আলী কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। 

কুমারখালী থানা অফিসার ইনচার্জ মোঃ আকিবুল ইসলামকে এ বিষয়ে মুঠোফনে ফোন দেওয়া হলে তিনি ফোন ধরেননি ও কয়েকবার ফোন দেওয়া হলে তিনি কেটে দেন। 

উল্লেখ্য, ননী গোপালের স্ত্রীর উপর হামলা করায় ননী গোপাল বাদী হয়ে কুমারখালী থানায় এজাহার দায়ের করে মকুল শাহের বিরুদ্ধে।  এ বিষয়ে ১৪ জুন কুমারখালী থানায় একটি মামলা দায়ের হয় যাহার মামলা নং-১১

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।