বাসস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাদারীপুরের পাঁচ শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২৯ মার্চ) বিকেলে ৪টায় মাদারীপুর জেলা যুবদলের উদ্যোগে পৌর কমিউনিটি সেন্টারে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির।
এসময় সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আসাদুজ্জামান পলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য, জেলা বিএনপির যুগ্মা আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, নজরুল ইসলাম লিটু প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজক জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু বলেন, এবার ঈদ এক ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, আমরা যেন মানুষের পাশে দাঁড়াই। সেই নির্দেশনা অনুযায়ী আমাদের নেতাকর্মীরা তৃণমূলে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। ঈদ সামগ্রী বিতরণে অল্প আয়ের মানুষের মুখে হাসি ফুটবে।