মাদারীপুরে তিন হত্যায় ২আসামি গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি: আধিপত্য বিস্তার নিয়ে ইউপি চেয়ারম্যান-মেম্বার দ›েদ্ব তিন জন খুনের ঘটনায় মাদারীপুরের কালকিনি থানায় পৃথক ২টি হত্যা মামলা দায়ের করেছে নিহত পরিববার। দুই মামলায়ই প্রধান আসামী করা হয়েছে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে।

এঘটনায় দুই আসামীকে গ্রফতার করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে মামলার বিয়য়ে গণমাধ্যমে কথা বলেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। মামলা দুটো দায়ের করেন নিহত আতাউর রহমান আক্তার শিকদারের পিতা মতিউর রহমান ও নিহত সিরাজ চৌকিদারের পিতা রশিদ চৌকিদার। দুই মামলায় আসামী করা হয়েছে ৯৯ জনকে। অজ্ঞাত আছে আরো দেড় শতাধিক। সোমবার রাতে কালকিনি থানায় মামলা দুটো দায়ের করা হয়। পুলিশ ও স্থানীরা জানান, গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) ভোরে আধিপত্য বিস্তার আর স্থানীয় কোন্দলের জেরে মাদারীপুরের বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের মেম্বার আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সহযোগি সিরাজ চৌকিদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

দীর্ঘ দিন ধরে বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও মেম্বার আক্তার শিকদারের সাথে দ›েদ্বর কারণেই এই তিন জন খুন হয়েছে বলে নিহতের পরিবারের দাবী। এঘটনার পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রাখা আছে। বাজার-ঘাটে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যরা এলাকায় টহল দিচ্ছেন। এব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, পৃথক দুটো হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার। মামলায় প্রধান আসামী ইউপি চেয়ারম্যান সুমন ও দ্বিতীয় আসামী তার ছোট ভাই মশিউর রহমান রাজন। এদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। অন্য আসামীদের মধ্যে সাব্বির হোসেন শান্ত ও মোতালেব হোসেন মতুকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় নিরাপত্তার জন্যে পুলিশ মোতায়ন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *