মাদক চোরাকারবারীদের আতঙ্কে পরিণত হয়েছে এস আই আনিছুর ; তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বললেন এলাকাবাসী 

নিজস্ব প্রতিবেদক : দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা ক্যাম্প ইনচার্জ এর দায়িত্ব পাওয়ার পর এসআই আনিছুর রহমান সকল প্রকার মাদক, চোরাকারবারী, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের জন্য কাজ করে চলেছেন বলে মন্তব্য করেছেন এলাকাবাসী।

আজ এক বিশেষ প্রতিবেদনের সাক্ষাৎকারে এলাকাবাসী বলেন, তিনি এই ক্যাম্পে যোগদানের পরেই মাদক চোরাকারবারীদের আতঙ্কের নামে পরিণত হয়েছেন, এলাকাবাসী মনে করেন এতদিনে সঠিক যোগ্য একজন এস আই এই ক্যাম্পে এসেছে, তিনি যোগদান করার পরে চোরাকারবারী ও মাদক আটক করতে সক্ষম হোন, এতে রীতি রকম মাদকসেবী ও চোরাকারবারীরা ভয়ে আতঙ্কে রয়েছে বলে জানান এলাকাবাসি, যার নাম শুনলেই মাদক ব্যবসায়ী তো দূরে থাক মাদক সেবনকারীরা ও ভয় পাচ্ছে, যার কারণে মাদক ব্যবসায়ীদের বিপক্ষে চলে গিয়েছে এই পুলিশ অফিসার যেটি তাদের চোখের কাঁটা হিসেবে বিদ্যমান।

এস আই আনিছুর রহমানের আগমনে কিছুটা হলেও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা হচ্ছে বলে দাবি জানান এলাকাবাসী, তারা মনে করেন এই ধরনের পুলিশ অফিসার যদি ন্যায় নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তাহলে অবশ্যই মাদকমুক্ত ,সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করা সম্ভব।

এলাকাবাসী বলেন চোরাকারবারী  এবং মাদক সেবনকারীরা একজন চৌখস ভালো পুলিশ অফিসারের ভাবমূর্তি নষ্ট করতে এস আই আনিছুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যেটি মোটেও কাম্য নয় বলে মন্তব্য করেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।