চ্যানেল7বিডি ডেক্স: ময়মনসিংহের ফুলপুর ও ধোবাউড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ফুলপুর পৌরসভার গোদারিয়া গ্রাম ও ধোবাউড়ার চন্দ্রঘোনা এলাকায় এই দুর্ঘটনাদুটি ঘটে।
নিহতদের পরিচয়
✔ আল মুবিন (১০) – গোদারিয়া গ্রামের এহসানুল হকের একমাত্র ছেলে।
✔ লাল মিয়া (৪০) – ঘোঁষগাও ভালুকাপাড়া গ্রামের বাসিন্দা।
ফুলপুরে শিশুর মৃত্যু
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি জানান, দুপুরে আল মুবিন বাড়ির কাছে বাইসাইকেল চালানোর সময় দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধোবাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার জানান, বিকেলে চন্দ্রঘোনায় বালু ভর্তি একটি ট্রাক মোটরসাইকেল আরোহী লাল মিয়াকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আইনি ব্যবস্থা ও তদন্ত
🔹 পুলিশ দুটি ট্রাক জব্দ করলেও চালকরা পালিয়ে গেছে।
🔹 ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
তথ্যসূত্র: ইউএনবি নিউজ