মনোহরদীর সাগরদী বাজারে কোরবানির পশুর হাটে বৃষ্টির ছাপ, তবে ব্যবস্থাপনায় সন্তুষ্ট ক্রেতা-বিক্রেতার।

মোঃ তাজুল ইসলাম বাদল  মনোহরদী, নরসিংদী।  প্রতিনিধি): আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নরসিংদী জেলার,  মনোহরদী উপজেলার সাগরদী বাজারে শুরু হয়েছে কোরবানির পশুর হাট। সাগরদী পেট্রোল পাম্পের পাশে এই হাটটি প্রতি সপ্তাহে বুধবার ও শনিবার বসছে। হাটে গরু ও ছাগল কেনাবেচার জন্য দূর-দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন ক্রেতা-বিক্রেতারা।

তবে আজকের (শনিবার) হাটে হঠাৎ বৃষ্টির কারণে কেনাবেচায় কিছুটা ভাটা পড়েছে। বৃষ্টির ফলে অনেক পশু বিক্রি না হওয়ায় বিক্রেতারা কিছুটা হতাশা প্রকাশ করেছেন। একইসঙ্গে অনেক ক্রেতা ও বিক্রেতাকেও বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরতে হয়েছে। ফলে জনসাধারণের ভোগান্তি বেড়েছে।

তবে হাটের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে। বাজার কমিটির পক্ষ থেকে হাটের আয়োজন ছিল সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। হাটে থাকা-খাওয়ার জন্য পাইকারদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যা দূর-দূরান্ত থেকে আগত ব্যবসায়ীদের জন্য ছিল স্বস্তিদায়ক।

হাট সংশ্লিষ্টদের দাবি, আজকের বৈরী আবহাওয়ার কারণে কিছুটা সমস্যা হলেও সামনে আরও কয়েকটি হাট রয়েছে, সেগুলোতে আবহাওয়া ভালো থাকলে ব্যাপক বেচাকেনা হবে বলে তারা আশাবাদী।

বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোরবানির আগের সপ্তাহজুড়ে হাটে থাকবে বাড়তি নিরাপত্তা,সহ  স্বাস্থ্যবিধি এবং প্রয়োজনীয় সকল  সুবিধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *