মনোহরদীর, সাগরদীতে, বাংলাদেশ  জামায়াতে ইসলামীর আয়োজনে ২৪ এর  গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে , কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী নরসিংদী প্রতিনিধি। নরসিংদীর মনোহরদী উপজেলার সাগরদী বাজার বেলতলী মাঠে   ৪ জুলাই ২০২৫ ইং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী শাখা কতৃক আয়োজিত  ২৪ এর গণঅভ্যুত্থানের  শহীদ ও আহতদের স্মরণে  কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওঃ মোঃ জাহাঙ্গীর আলম (সহকারি সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা। সভাপতিঃ জনাব,মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া। ( কর্ম পরিষদ সদস্য জামায়েতে ইসলামী মনোহরদী উত্তর থানা শাখা। বিশেষ  অতিথি, মাও,মোঃ ছানা উল্লাহ ( আমীর, জামায়াতে ইসলামী মনোহরদী  দক্ষিণ থানা শাখা। মাওঃ মোঃ ইকবাল হোসাইন ( আমির জামায়াতে ইসলামী মনোহরদী উত্তর থানা শাখা।)  মাওঃ মোঃ জহিরুল ইসলাম জহির ( আমির জামায়াতে ইসলামী বেলাবো উপজেলা)। জনাব,তাজুল ইসলাম শাহীন ( সেক্রেটারি জামায়াতে ইসলামী মনোহরদী দক্ষিণ  থানা শাখা। মাওঃ এ কে এম,মনির উদ্দিন সেক্রেটারি জামায়েত ইসলামী  মনোহরদী উত্তর থানা শাখা। মাওঃ সোহরাব হোসেন ( সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী  বেলাবো উপজেলা। কাজী ওবায়দুর রহমান মোদাসসের, জামায়াতে ইসলামী  খিদির পুর ইউনিয়ন সেক্রেটারী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ৬ মাসের মাথায় জামায়েতে ইসলামী বাংলাদেশ  শহীদদের স্মরণে  তাদের পরিবার বর্গ সহ  সকল পরিচিতি  নিয়ে একটি  বই প্রকাশ করেন। তিনি আর ও বলেন জুলাই গনঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পুনর্বাসন সহ  সকল সুযোগ সুবিধা প্রদান করার লক্ষে  সরকারের প্রতি জোর দাবী জানান। তিনি আরও বলেন   জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে  বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হইবে। এ দেশের মানুষ পূর্ণ  শান্তিতে বসবাস করতে পারবে। মাদক,খুন গুম,চাঁদাবাজি, চুরি, ডাকাতী, সহ সকল অনিয়ম দুর্নীতি  ইসলামী আইনের  সু সাশনের মাধ্যমে বন্ধ করা হইবে। তাই সবাই বাংলাদেশ জামায়াতে ইসলামী পতাকা তলে ঐক্যবদ্ধ হন । এবং দাড়ী পাল্লায় ভোট দিয়ে জনগনের সেবা করার সুযোগ দিন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  খিদির পুর ইউনিয়ন ও লেবুতলা ইউনিয়নের তৌহিদী জনতা ও কর্মী বৃন্দ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *