মনোহরদীর প্রতিটি পূজা মণ্ডপে শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিলেন,    আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

মোঃ তাজুল ইসলাম বাদল, মনোহরদী (নরসিংদী)প্রতিনিধি। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে মনোহরদী উপজেলার প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জননেতা আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

বুধবার (১ অক্টোবর ২০২৫) তিনি মনোহরদী উপজেলার বীর আহম্মদপুর গ্রামের শ্রী শ্রী দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপে উপস্থিত হন। এ সময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করা হয়। শ্রী শ্রী দুর্গা মন্দিরের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মানস রঞ্জন চক্রবর্তী তরুণ, ডা. নারায়ণ চক্রবর্তী এবং মনোহরদী ডিগ্রি কলেজের সাবেক জি.এস অলক চক্রবর্তী।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মাহমুদুল হক, বিএনপি নেতা মফিজ উদ্দিন মেম্বার, মাহতাব উদ্দিন মাতু, আলী মাষ্টার, শামীম প্রফেসর, অলিউল্লাহ, যুবদলের আহ্বায়ক নাদিম মাহমুদ বায়েজীদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোজাম্মেল, যুবনেতা সাব্বির আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফিউদ্দিন আকন্দ করুন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজ ও ইমরান, কৃষকদলের উপজেলা আহ্বায়ক আলী আকবর, সদস্য সচিব বাচ্চু, পৌর কৃষকদলের আহ্বায়ক কাজল মিয়া, সদস্য সচিব হান্নান মিয়া, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাম্মির রহমান টিপু, ছাত্রদল নেতা  মোজাহিদ, টিটু, শাকিল, মাহফুজ, রাকিব, হাশেম, পৌরসভা ছাত্রদল নেতা অয়ন তালুকদার, সুমন মিয়া, মুসা, মনোহরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও লেবুতলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রূপক মোড়ল। এছাড়াও উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়নের সাবেক সফল সভাপতি আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক এ.কে.এম. বাসেত মোল্লা ভুট্টু এবং খিদিরপুর ইউনিয়নের ছাত্রনেতা রাসেল আহমেদ।যায়যায়দিন পত্রিকার মনোহরদী উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম বাদল, চ্যানেল ২১ এর প্রতিনিধি  মো হিমেল। 

ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও বিএনপির সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল পূজামণ্ডপে আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের জন্য সকলকে সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, “ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি সর্বদা অঙ্গীকারবদ্ধ। পূজামণ্ডপে আগত ভক্তদের নিরাপত্তা ও সহযোগিতায় আমরা সর্বদা পাশে থাকব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com