মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি। নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের (ডোমন মারা গ্রামের) দরগাহ্ বাজারে অদ্য ১৮ নভেম্বর ২০২৫ বেলা ১১টা ৫০ মিনিটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ মাহমুদুর রহমান এর নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ এবং দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে এক মিষ্টি ব্যবসায়ী ও এক মুদী ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শাহনেওয়াজ, মোঃ মোবারক হোসেন, এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স।
অভিযান শেষে ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য প্রস্তুত, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে সচেতন করা হয়।