মোঃ তাজুল ইসলাম বাদল। মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মনোহরদীতে প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও টি-শার্ট বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টায় লেবুতলা ইউনিয়নের নোয়াকান্দী হাজী আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক হেলাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সাবেক নেতা খ. ম. কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহবায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ শাহদাত হোসেন চঞ্চল ও প্রফেসর ড. জামশেদ আলম রিপন।
কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব বলেন, “কৃষকই দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির মেরুদণ্ড। প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারেক রহমান সবসময় কৃষকের অধিকার ও উন্নয়নের পক্ষে কাজ করেছেন। তাঁর নেতৃত্বে কৃষক আবারও শক্ত ভরসা ফিরে পাবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ আশরাফুল ইসলাম, কৃষিবিদ ফেরদাউস হাওলাদার, কৃষিবিদ আইএফ সবুর, জেলা কৃষকদল সভাপতি শফিকুল ইসলাম আপেল, সাধারণ সম্পাদক দীপক কুমার বর্মন প্রিন্স, কৃষক দল কেন্দ্রীয় নেতা রাজিবুল হাসান এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মনোহরদী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মোট ৮০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ ও টি-শার্ট বিতরণ করা হয়। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং জাতীয় ও স্থানীয় মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।