মনোহরদীতে, শাহিন ক্যাডেট একাডেমিতে ক্লাস পার্টি  ২০২৪ বিতর্ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত…

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী (নরসিংদী)  প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে, শাহিন বৃত্তি ও ক্যাডেট একাডেমিতে  ২৫শে  নভেম্বর রোজঃ সোমবার সময় দুপুর ১ ঘটিকায় নরসিংদী জেলার অন্যতম সুনাম ধন্য মনোহরদী শাহিন ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে ক্লাস পার্টি  ২০২৪ বিতর্ক কুইজ  প্রতিযোগিতা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। বিতর্ক কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী অত্র একাডেমির ছাত্র ছাত্রী সমন্বয়ে  ২ টি দল নিলদল ও লাল দলের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা ফলাফল নিল দল বিজয়ী হয়েছেন। তাদের কে অত্র একাডেমীর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ গোলাম মোস্তফা  ( প্রতিষ্ঠাতা সভাপতি  মনোহরদী শাহিন স্কুল )। অনুষ্ঠান পরিচালনায়,ও সঞ্চালনায়, সৈয়দা,সালেহা (কাঞ্চী)। ( প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  শাহিন ক্যাডেট একাডেমি স্কুল)  সন্মানিত, মডারেটর, ড, মোঃশফিক উর রহমান ( কুইজ প্রতিযোগিতা পরিচালক ও বিচারক)।

মোঃ হুমায়ুন কবির ( প্রধান শিক্ষক খান পুর উচ্চ বিদ্যালয়।)  লুৎফুন নাহার, (লিপি)( প্রভাষক,রাষ্ট্রবিজ্ঞান মনোহরদী সরকারি কলেজ।) বিতর্ক প্রতিযোগিতা,পরিচালনায়,মোঃ জাকির হোসেন ( বি,এস,সি) বিচারক মন্ডলী, আয়েশা ছিদ্দিকা, ( জ্যৈষ্ঠ প্রভাষক, অর্থনীতি সরদার আসমত আলী ডিগ্রি কলেজ )। গোলজার হোসেন ( গুলশান) প্রভাষক আইসিটি বড়চাপা ডিগ্রী কলেজ) । মোঃ মনিরুল ইসলাম ভুইঁয়া ( সরকারি অধ্যাপক, আফাজ উদ্দিন খান মহিলা ডিগ্রী কলেজ)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হসান মোহাম্মদ জুনায়েদ,( উপজেলা শিক্ষা অফিসার মনোহরদী নরসিংদী)।মোঃ ফারুক আহমেদ, ( উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনোহরদী নরসিংদী)।  উক্ত  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,উপজেলার বিভিন্ন স্কুলের  ছাত্র ছাত্রী, অভিভাবক সহ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ। ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ । 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।