মনোহরদীতে, মনোহরদী উপজেলা ধীন, এক দরিয়া  ও দৌলতপুর  ইউনিয়ন  বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মনোহরদী ( নরসিংদী) প্রতিনিধি: নরসিংদী জেলার মনোহরদী উপজেলাধীন  এক দরিয়া  ও দৌলতপুর  ইউনিয়নে জাতীয়তা বাদী কৃষক দলের কৃষক সমাবেশ ২৭ শে ডিসেম্বর ২০২৪  অনুষ্ঠিত ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তা বাদী কৃষক দলের যুগ্ম্ সম্পাদক  জনাব কৃষিবীদ শাহাদত হেসেন বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সন্মানিত  আহ্বায়ক মোঃ সফিকুল ইসলাম আপেল ও নরসিংদী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক, এস,এম শাহান শাহ। প্রধান বক্তা নরসিংদী জেলা কৃষক দলের সন্মানিত সদস্য সচিব, বাবু দিপক কুমার বর্মন প্রিনস্।  নরসিংদী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এ্যাড,জুয়েল মোহাম্মদ কমল। মনোহরদী উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ আলী আকবর। মনোহরদী উপজেলা কৃষক দলের সন্মানিত সদস্য সচিব মোঃ রায়হান উদদীন বাচ্চু। উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সুরুজ মিয়া  মোঃ বাসেত মেম্বার মোঃ রাসেল মিয়া, অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে বলেন দেশের  কৃষি উপকরনের অভাবে কৃষকের কৃষি উন্নয়ন ব্যাহত হচ্ছে। উন্নত মানের বিজ সার, ও সেচের জন্য কৃষকেরা তাদের কৃষি  উন্নয়ন কে বেগবান করিতে সম্ভব হচ্ছে না।

তাই তিনি এসব বিষয়ে সমাধানের কথা তুলে ধরেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  জনাব তারেক রহমানের প্রান্তিক কৃষকের মাঝে   কৃষি উন্নয়নের  দিক নির্দেশনা  তুলে ধরেন খাল খনন, সেচ,ও, উন্নত মানের বীজ, কিট নাশক সহ ন্যায্য মুল্যে তাদের কাছে তুলে দেওয়া হবে। তাই আগামী দিনে কৃষক ঐক্য গড়ে তুলে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পি কে বিপুল ভোটে জয়ী করতে হবে। এবং বিভিন্ন এলাকার কৃষকেরা তাদের বক্তব্যের মাধ্যমে  বিগত দিনের দুঃখ দুর্দশা কথা তুলে ধরেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *