মনোহরদীতে ভিজিডি প্রকল্পের ১৫৭ বস্তা চাল উদ্ধার, জড়িত ৩ ব্যবসায়ী।

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি। নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে তিন ব্যবসায়ীর গুদাম থেকে ভিজিডি প্রকল্পের ১৫৭ বস্তা চাল উদ্ধার করেছে প্রশাসন। গতকাল (২৬ মে, সোমবার) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় গ্রাম পুলিশের নজরে আসে কিছু চাল বিক্রির ঘটনা। এতে সন্দেহ হলে তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ মুহাইমিন আল জিহানকে অবহিত করেন। পরে তিনি সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়াকে ঘটনাস্থলে পাঠান এবং নিজেও সেখানে উপস্থিত হন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাল ব্যবসায়ী মিয়ার উদ্দিনের গুদাম থেকে ৭০ বস্তা, সাখাওয়াত হোসেনের গুদাম থেকে ৩৯ বস্তা এবং জাকারিয়ার গুদাম থেকে ৩২ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চালের মধ্যে ৫০ কেজির ১০৪ বস্তা এবং ৩০ কেজির ৫৩ বস্তা ছিল। মোট পরিমাণ দাঁড়ায় ৬,৭৯০ কেজি।

ইউএনও বলেন, “সরকারি গুদামের ভিজিডি চাল কেউ ক্রয়-বিক্রয় করতে পারে না। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *