মনোহরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত…

মোঃ তাজুল ইসলাম বাদল: মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুবদলের বিরুদ্ধে মিথ্যা অসত্য ও কু-রুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নরসিংদীর মনোহরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

দুপুরের পর থেকেই উপজেলা ও আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা বাসস্ট্যান্ডে জড়ো হয়। মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির জেষ্ঠ্য সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল।

এসময় বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, ভিপি মোস্তফা কামাল, পৌরসভা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ প্রমুখ।

পরে মনোহরদী বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, তারেক রহমান শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ও দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে। তাকে নিয়ে কটুক্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, এনসিপি এখনো আঁতুরঘর থেকে বের হতে পারেনি। তারা বিএনপি ও তারেক রহমানকে টার্গেট করে ষড়যন্ত্র করছে। জামায়াত ও এনসিপি একত্র হয়ে নির্বাচন নিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছে। আমরা সবাই মিলে হাসিনা-মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম। সেই আন্দোলনে জনগণসহ সব দল অংশ নিয়েছিল। আজ কেউ কেউ নিজেদের আন্দোলনের দাবিদার হিসেবে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপির বিরুদ্ধে কোনো অপপ্রচার ও ষড়যন্ত্র সহ্য করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *