মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি। শনিবার(২২ মার্চ)নরসিংদী জেলার মনোহরদী উপজেলার রামপুর বাজার খেলার মাঠে জাতীয়তাবাদী ছাত্রদল,কৃষকদল ও সেচ্ছাসেবক দল খিদিরপুর ইউনিয়ন শাখার আয়োজনে বিএনপির চেয়ারপারসন,সাবেক প্রধানমন্ত্রী,বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা খ.ম কামরুল ইসলাম।
এ সময় চরমান্দালীয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি শহীদুল ইসলাম,চন্দনবাড়ী ইউনিয়ন কৃষকদলের সভাপতি ইলিয়াছ,খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদ মানিক,বিএনপি নেতা আক্তার হোসেন,কাজল মিয়া,আবুল কালাম,কৃষক নেতা আরমান,কাদির,সুজন এবং খিদিরপুর ইউনিয়ন ছাত্রদল নেতা আজহার রনি,ইমরান-সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এবং দৈনিক যায়যায়দিন প্রতি নিধি মোঃ তাজুল ইসলাম বাদল, রাজধানী টিভির প্রতিনিধি মোঃ সেলিম রেজা দৈনিক ভোরের বাণী জেলা প্রতিনিধি মোঃ এমরুল ইসলাম উপস্থিত ছিলেন।