মনোহরদী উপজেলা প্রতিনিধি মনোহরদী,নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে পবিত্র রমজানের আগমণ উপলক্ষে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১ মার্চ)মনোহরদী উপজেলার ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ১৪৪৬ হিজরীর পবিত্র রমজানের আগমণ উপলক্ষে”আহলান সাহলান,মাহে রমজান” প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটিতে রমজানের সম্মানার্থে”রমজানের পবিত্রতা রক্ষা কর,করতে হবে”দিনের বেলা হোটেল রেস্তারা বন্ধ রাখো,রাখতে হবে স্লোগান দেন। র্যালিটি মনোহরদী বাসষ্ট্যান্ড থেকে শুরু বাজারের বিভিন্ন রাস্তা পদক্ষিণ করে।
উক্ত র্যালিতে ইসলামী ফাউন্ডেশন এর মনোহরদী উপজেলার ফিল্ড সুপারভাইজার,মুনতাজ উদ্দীন, মডেল কেয়ারটেকার মো.আব্দুস সালাম,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য,হাফেজ মাও.তৈয়ুবুর রহমান এবং উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন