মোঃ তাজুল ইসলাম বাদল নরসিংদী জেলা প্রতিনিধি। নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদির পুর ইউনিয়নের, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি, এন,পির) সন্মানিত সভাপতি,( খিদির পুর ইউনিয়ন বি এন পি) বিশিষ্ট ঠিকাদার (ঢাকা) সাবেক ছাত্র নেতা, সুষ্ঠু ধারা রাজনীতির মেধা সম্পর্ণ অগ্নি পুরুষ , সাবেক এমপি,বীর মুক্তি যোদ্ধা, আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের আদর্শে গড়া কিংবদন্তি রাজপথ কাপানো বিপ্লবী জন নেতা রাজনৈতিক জগতের উজ্জ্বল ধ্রবতারা, আপুস হীন লৌহ মানব, যার ভালবাসা ও আদর্শে সিক্ত সকল নতা কর্মী সহ সাধারন জনগন।
আগামী দিনের খিদির পুর ইউনিয়নের স্বপ্নদ্রষ্টা, আবুল ফজল এর পক্ষ থেকে আসছে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রিয় খিদির পুর ইউনিয়নের সর্বস্তরের জনগন কে জানাই বাংলাদেশ জাতীয়তা বাদী দল ( বি,এন,পির,) পক্ষ থেকে আগাম ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। তিনি বলেন, ঈদ হল ইসলামের একটি বিশেষ উৎসব যা,সারা বিশ্বে মুসলমানেরা বিভিন্ন ভাবে উদযাপন করে। মুসল মানেরা এই দিনে পশুু কোরবানি দিয়ে আললাহর প্রতি তাদের অনুগত্য প্রকাশ করে। এটা শুধু উৎসবই নয় , বরং এটি ভ্রাতৃত্ব , বন্ধুত্ব, এবং সামজিক সম্প্রীতির বার্তা বহন করে। তাই আসুন সকলে অতিতের সকল গ্লানি মুছে ফেলে আমরা সবাই মিলে মিশে ঈদের আনন্দ কে ভাগ করে নেই। এবং আসুন আমাদের খিদির পুর ইউনিয়ন কে মাদক,মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি আধুনিক আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলি। আবুল ফজল গন মাধ্যম কে, বলেন আমি রাজনীতি করি মানুষের সেবার মান উন্নতের লক্ষে গরীব দুঃখী কামার,কুমার মেহনতী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, তাই আমি আমার ইউনিয়নের সকল নেতা কর্মীদের দুঃখে সুখে সর্বদায় পাশে থাকার ইচ্ছে পুষন করি।
তাই তিনি খিদির পুর ইউনিয়নের সকল নেতা কর্মীদের ভালবাসায় সিক্ত। তাই আসুন আপনাদের সকলের প্রচেষ্টায় আগামী দিনে খিদির পুর ইউনিয়ন কে একটি আধুনিক আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা পোষন করি। সবাই কে ঈদুল আজহার আগাম শুভেচ্ছা ও ঈদ মোবারক।