মনোহরদীতে, দৈনিক যায়যায়দিন এর  অবৈদ ভাবে পত্রিকার ডিক্লারেশন  বাতিলের দাবিতে, প্রতিবাদ  অনুষ্ঠিত

 মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী নরসিংদী প্রতিনিধি। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, প্রবীণ সাংবাদিক শফিক রেহমান অবৈধভাবে #যায়_যায়_দিন পত্রিকার অফিস দখল করেছেন এবং অন্যায্য কারণ দেখিয়ে পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করেছেন। এটি শুধু একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর অন্যায় আক্রমণ নয়, বরং স্বাধীন সাংবাদিকতার ওপর একটি হুমকি।

#যায়_যায়_দিন পত্রিকাটি দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে এবং পাঠকদের আস্থা অর্জন করেছে। অথচ ব্যক্তিস্বার্থ ও ক্ষমতার অপব্যবহার করে এটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে, যা গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে একটি মারাত্মক আঘাত। আমরা বিশ্বাস করি, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা একধরনের ফ্যাসিবাদী আচরণ, যা কোনো গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয়।

আমি এই অন্যায় দখল ও অবৈধ ডিক্লারেশন বাতিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে এই অন্যায়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং যায় যায় দিন পত্রিকার স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালুর ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে, আমরা দেশের সাংবাদিক সমাজ, বুদ্ধিজীবী ও গণতন্ত্রকামী নাগরিকদের এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।

স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধের যে কোনো অপচেষ্টা রুখে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সত্যের পক্ষে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতেই হবে। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।