মনোহরদীতে দুর্বৃত্তের আগুনে  পুড়ে, সর্বস্ব হারালেন কাজল মিয়া

মোঃ তাজুল ইসলাম বাদল, মনোহরদী( নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী থানার লেবুতলা ইউনিয়নের ধরাবান্ধা দিঘীরপাড় গ্রামে গভীর রাতে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। গত ১১ তারিখ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এলাকার বাসিন্দা কাজল মিয়ার বসতঘরে হঠাৎ আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যেই পুরো ঘরটি দাউ দাউ করে জ্বলতে থাকে। স্থানীয়দেরম ধারণা—এটি একটি পরিকল্পিত অগ্নিসংযোগ, কারণ ঘরের আশপাশে কোনো দুর্ঘটনাজনিত আগুনের উৎস পাওয়া যায়নি।

ঘরের ভেতরে থাকা পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, পোশাক, প্রয়োজনীয় নথিপত্র এবং বাড়ির সঙ্গে থাকা মুদির দোকানের সমস্ত মালামাল সম্পূর্ণই পুড়ে ছাই হয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে পানি ও বিভিন্ন উপকরণ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দীর্ঘ চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ ধসে পড়ে এবং ভেতরের কোনো কিছুই রক্ষা করা যায়নি। কাজল মিয়ার আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর কান্নাজড়িত কণ্ঠে কাজল মিয়া বলেন, “এক রাতেই আমার সব শেষ হয়ে গেল। আমার ঘর, দোকান—সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার জীবনের সঞ্চয় আর স্বপ্ন একেবারে শেষ হয়ে গেল।”

এলাকাবাসী জানান, কাজল মিয়া একজন পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ। তার ছোট মুদির দোকানটিই ছিল জীবিকার একমাত্র উৎস। এই অগ্নিকাণ্ডের পর পরিবারটি সম্পূর্ণ অসহায় অবস্থায় পড়েছে। স্থানীয়রা দাবি করছেন—ঘটনাটি রহস্যজনক এবং দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা জরুরি।

এদিকে ঘটনাটি নিয়ে মনোহরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানা গেছে।

কাজল মিয়া ও এলাকাবাসী আশা করছেন—আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে এবং ক্ষতিগ্রস্ত পরিবার পুনরায় ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা পাবার আশায় তার করুণ আহাজারী প্রকাশ করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com