মনোহরদীতে থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  ৫ আসামী গ্রেফতার

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি। নরসিংদীর মনোহরদীতে বিশেষ অভিযানে জি.আর. পরোয়ানাভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে মনোহরদী থানায় ৬(৩)২৫ নং মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩২৩/৪২৭/৩৮০ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে থানা পুলিশের একটি বিশেষ দল চরমান্দালীয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— মৃত সুরুজ আলীর ছেলে আবু তাহের (৩০),খসরু মিয়ার ছেলে নাবিল (২৫),মৃত তোতা মিয়ার ছেলে রবি মিয়া (৩৮),আবুল কালাম মিয়ার ছেলে রাব্বী (২৫),সুরুজ মিয়ার ছেলে আবু ছিদ্দিক।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com