মনোহরদীতে তারেক রহমানের নির্দেশে প্রান্তিক ৫০০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ।

 মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী নরসিংদী। প্রতিনিধি: আজ ২৮ জুন, শনিবার, নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের অর্জুন চর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কৃষক দলের উদ্যোগে ৫০০ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরুজ মিয়া। প্রধান অতিথি ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব বলেন, “এই দেশ কৃষিনির্ভর। আমাদের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির মূল চালিকাশক্তি হলো কৃষক। কিন্তু দুঃখের বিষয়, আজ কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত, সার ও বীজের জন্য হাহাকার করছে। তারেক রহমানের নির্দেশে আমরা সারা দেশে কৃষকদের পাশে দাঁড়িয়েছি। বিএনপি ক্ষমতায় গেলে কৃষক ও কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। ফসলের ন্যায্যমূল্য, সারের সহজ প্রাপ্যতা, সেচের সুবিধা — সবকিছুই নিশ্চিত করা হবে। আপনারা হতাশ হবেন না, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সব সময় আপনাদের কথা ভাবছেন। কৃষকদের অধিকার আদায়ে আমরা মাঠে ছিলাম, আছি, থাকব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব রায়হান উদ্দিন বাচ্চু, নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা খ,ম কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা মহসিন কবির, চন্দন বাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইলিয়াস প্রধান, বড়চাপা ইউনিয়ন কৃষক দলের সভাপতি খোকা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি অহিদুল রহমান মাসুম, পৌর কৃষক দল নেতা ইমরান, বাবু, কালাম, খিদিরপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রেজাউল কাদিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা কৃষকের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *