মনোহরদীতে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ৪ জন আটক 

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে জুয়ার আসর থেকে সাবেক ইউপি সদস্য মোঃ ফোরকান মেম্বারসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার ( ১৫ সেপ্টেম্বর) রাত ২:৩০ মিনিটে খিদিরপুর ইউনিয়নের সাগরদী বাজারের মোঃ ফোরকান মেম্বারের দোকান ঘর থেকে আটক করা হয়। সোমবার তাদের,  বিরুদ্ধে মামলা রুজু করে নরসিংদী কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন— খিদিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ ফোরকান (৫০), বীর আহমদপুর গ্রামের মহিলা ইউপি সদস্য নাছিমার স্বামী মোঃ সাহাদাত হোসেন (৪৭), আব্দুল ছালাম (৪০), মোঃ আল-আমিন (৩৩)।

জানা গেছে, রবিবার রাতে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সাগরদী বিশেষ অভিযানে যান। সেখানে গিয়ে ওই বাজারে ফোরকান মেম্বারের দোকানে জুয়া খেলার সংবাদ পায়। ওই সংবাদের ভিত্তিতে এস আই মোঃ আবুল হোসাইন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ফোরকান মেম্বারের দোকান ঘরে অভিযান গিয়ে জুয়ার আসর থেকে তাদেও আটক করেন। এ সময় জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ তাদের আটক করে পুলিশ।

এ ব্যাপারে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আকন্দ জানন, ইউপি সদস্য ফোরকানসহ ৪ জনকে জুয়ার আসর থেকে আটক করা হয়েছে। সোমবার সকালে মামলা রুজু করে তাদেরকে নরসিংদী কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com