মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী নরসিংদী প্রতিনিধি। নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদির পুর, চর মান্দালিয়া, কৃষ্ণ পুর, ইউনিয়ন বি এন পি এবং অংগ সংগঠনের উদ্যোগে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কে জনগণকে সম্পৃক্ত করে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চর আহাম্মদ পুরে জনাব,আবুল কালাম আজাদ ( সাবেক সভাপতি খিদির পুর ইউনিয়ন বি এন পি) এর সভাপতিত্বে গত কাল ১৬ ই ফেব্রয়ারী ২০২৫ রোজ রবিবার সকাল ১১ টায় প্রথম পথ সভা ও গন সংযোগ অনুষ্ঠিত হয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল কাদির ভুইয়া জুয়েল ( সাবেক সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটি ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বি,এন,পি) বিশেষ অতিথি, জনাব আলহাজ্ব আব্দুল খালেক ( সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনোহরদী উপজেলা বি,এন,পি) জনাব মাহমাদুল হক( যুগ্ন আহবায়ক মনোহরদী উপজেলা বি এন পি) জনাব, আলী আকবর,( আহবায়ক মনোয়ারদী উপজেলা কৃষক দল) জনাব,রায়হান উদদীন বাচ্চু ( সম্মানিত সদস্য মনোহরদী উপজেলা কৃষক দল)
আক্তার হোসেন, খিদির পুর ইউনিয়ন বি,এন,পি) রাশেল আহমেদ ( মনোহরদী উপজেলা ছাত্র দল) সৌরভ,শান্ত, ও আরও বি,এন,পির,বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।