মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের শহীদ মিনার ভাঙচুর করে দুর্বৃত্তরা….

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী খিদিরপুর ডিগ্রী কলেজের শহীদ মিনার ও  ক্যাম্পাসের লাইট  রাতের আঁধারে  দুর্বৃত্তরা ভাঙচুর করে। জানা যায় মঙ্গল বার রাতে নয়টার দিকে তারাবি নামাজ চলাকালী এ ঘটনাটি ঘটে। তারাবি নামাজের সময় হলে কলেজের নাইট গার্ড  নামাজ পড়তে চলে যায়।নামাজ পড়ে এসে দেখে শহীদ মিনার ভেঙে লোহার পাইব নিয়ে যায় এবং কয়েকটি সিকিউরিটি লাইট ভেঙে ফেলে। কলেজের নাইটগার্ড এ ঘটনা দেখে সাথে সাথে খিদিরপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দীন স্যার কে অবগত করেন। ঘটনার সংবাদ পেয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ক্যাম্পাসে এসে দেখে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করে। বিষয়টি জানার পর রাতের মধ্যেই খিদিপুর কলেজে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবং এগুলো পর্যবেক্ষণ করেন।  ভাররপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজিমউদ্দিন বলেন বেশ কিছুদিন যাবত কিছু নেশাগ্রস্ত  ছেলেরা সন্ধ্যার পর কলেজ ক্যাম্পাসে ঘোরাফেরা করে এবং ক্যাম্পাসে বসে রাতের আঁধারে নেশা জাতীয় দ্রব্য সেবন করে। আমি ওদেরকে বারণ করে এখানে যেন নেশা সেবন না করে। এজন্যই এমনটি ঘটেছে বলে আমি ধারণা করছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অংশ হিসেবে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর কেন্দ্রবিন্দুর উপর আঘাত রাষ্ট্রদ্রোহিতার শামিল।এ নাশকতার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমিন আল জিহান। এ ঘটনার ফলে খিদিরপুর কলেজে আশেপাশে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর সকলের দাবি যারা এই নিকৃষ্ট কাজ করেছে তাদের যেন দৃষ্টান্তমূল শাস্তি হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।