মোঃ তাজুল ইসলাম বাদল। মনোহরদী ( নরসিংদী) প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটস মনোহরদী( নরসিংদী) উপজেলার আয়োজনে নারান্দি শরাফত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব হলিডে -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাব হলিডের শুভ উদ্বোধন করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্কাউটসের সভাপতি এম এ মুহাইমিন আল জিহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউটসের সহসভাপতি ফারুক আহমেদ, বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলার সম্পাদক মনজিল এ মিল্লাত। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও মনোহরদী উপজেলা স্কাউটসের সহসভাপতি হাসান মোহাম্মদ জোনায়েদ।
বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস মনোহরদী উপজেলা কমিশনার এটিএম আশ্রাফুল আলম, সম্পাদক মোঃ বদরুল ইসলাম মোল্লা। এসময় মনোহরদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, জেলা স্কাউট লিডার মোঃ আকরাম সরকার,
,জেলা কাব লিডার আঃ রহিমসহ উপজেলা সহকারী কমিশনার, কোষাধ্যক্ষ. স্কাউট লিডার, কাব লিডার,৩২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব ইউনিট সভাপতি ও ইউনিট লিডার উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির কাব হলিডে উদ্বোধনের পর কাবেরা চিহ্ন দেখে অজানা অভিযানে ( হাইকিং) বের হয়। পরে তাবু জলসা অনুষ্ঠানে গান, নৃত্য পরিবেশন এবং খেলাধুলা করে।
বিকেলে বাংলাদেশ স্কাউটস উপপরিচালক ( নরসিংদী – কিশোরগঞ্জ) গাজী খালেদ মাহমুদ কাবদের মাঝে সনদ পত্র বিতরণের মধ্য দিয়ে কাব হলিডে সমাপনী করেন।
কাব হলিডেতে ৩২ টি বিদ্যালয়ের ৬ জন করে ১৯২ জন কাব এবং ৩২ জন ইউনিট লিডার অংশ গ্রহণ করেন।
কাব হলিডে হলো কাবদের জন্য একদিনের আনন্দময় ও শিক্ষামূলক সমাবেশ। এতে এক স্কুলের কাবদের সাথে অন্যস্কুলের কাবদের বন্ধুত্ব হয়। কাব স্কাউটদের বিভিন্ন কার্যক্রম খেলাধুলা এবং বিনোদনের মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে।