মনোহরদীতে ইপিআই ভ্যাকসিন সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন সেবা গ্রহিতারা

মনোহরদী(নরসিংদী)প্রতিনিধিঃ নরসিংদীর মনোহরদীতে ইপিআই ভ্যাকসিন সংকটের কারনে সেবা গ্রহীতা শিশুদের ভোগান্তি চলছে।প্রায় বছরাধিক সময় ধরেই এ রকম চলছে বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে।

জানা যায়, প্রায় এক বছর ধরেই মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় শিশুদের ভ্যাকসিন সরবরাহে সংকট চলে আসছে। অনিয়মিত ভ্যাকসিন সরবরাহে কখনো পেন্টা ভ্যাকসিন, কখনো পিসিভি ভ্যাকসিন, কখনো আইপিডি ভ্যাকসিন সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়ে আসছে বলে সংশ্লিষ্টদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। ফলে ইপিআই কার্যক্রমের আওতায় সেবা গ্রহীতা শিশুর একসাথে চারটি ভ্যাকসিন গ্রহণের স্থলে একাধিক দিনে পৃথক পৃথকভাবে ভ্যাকসিন গ্রহণ করতে বাধ্য হচ্ছেন। এতে ভোগান্তির সৃষ্টি হচ্ছে সেবা গ্রহীতা শিশুদের অভিভাবকদের।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান হোসেন আলীর সাথে যোগাযোগ করা হলে ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে মাঝে মাঝে কিছুটা বিঘ্ন ঘটছে বলে স্বীকার করেন তিনি।

এ ব্যাপারে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুল হাসান মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করে জানান, মাঝে মধ্যে এ রকম পরিস্থিতি হলেও পরে আবার সব ঠিক হয়ে যায়। ভ্যাকসিন সরবরাহে কিছুটা বিঘ্নতা শুধু মনোহরদীতেই নয়, আশেপাশের সব উপজেলাতেই এরকমটি হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com