মনোহরদীতে,অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে  ১ লাখ টাকা জরিমানা

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে, ভবিষ্যতে এ ধরনের অপরাধে যুক্ত হবেন না মর্মে মুচলেকাও দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫), মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনি দৌলতপুর ইউনিয়নের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করার সময় মো. ফরিদ নামে এক ব্যক্তিকে আটক করেন। ফরিদ হরিনারায়ণপুর গ্রামের আবুল হাসেমের ছেলে।

মোবাইল কোর্ট চলাকালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী, মো. ফরিদকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হতো। তবে তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com