মধুপুরে ছেলের হাতে মা খুন, ঘাতক ছেলে গ্রেফতার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে মাদকাসক্ত ছেলের হাতে মাকে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের উত্তর শালিকা গ্রামের পাগুখার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রাজিয়া বেগম (৫০)। স্থানীয় সূত্রে জানা যায়, রাজিয়া বেগমের ছেলে রাজীব মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকায় পূর্বে কারাভোগ করেছেন। সম্প্রতি কারামুক্ত হয়ে তিনি পুনরায় মাদকাসক্ত হয়ে পড়েন। শুক্রবার ইফতারের পর সন্ধ্যা ৭টার দিকে রাজীব তাঁর স্ত্রী শোভা বেগমের কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি স্ত্রীকে মারধর শুরু করেন। স্ত্রীর কান্নার শব্দে শাশুড়ি (রাজীবের মা) এসে ছেলেকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এ সময় রাজীব ক্ষিপ্ত হয়ে আনারস কাটার দা দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেন।

মাকে হত্যার পর মরদেহ গুমের চেষ্টা করেন রাজীব। এ সময় বাধা দিতে গেলে স্ত্রী শোভা বেগমকেও কুপিয়ে আহত করেন তিনি। স্থানীয়রা শোভা বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবীর জানান, মাদকাসক্ত রাজীবের হাতে নৃশংসভাবে মা রাজিয়া বেগম খুন হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মাকে খুনের সঙ্গে জড়িত রাজীবকে গ্রেপ্তারের চেষ্টা ও আইনি প্রক্রিয়া চলছে।

তবে, প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজীবকে ঘটনার ৫ ঘণ্টা পর গ্রেপ্তারের বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ তাঁর গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।

টাঙ্গাইলের মধুপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হওয়ার   ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের উত্তর শালিকা গ্রামের পাগুখার মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রাজিয়া বেগম (৫০)। স্থানীয় সূত্রে জানা যায়, রাজিয়া বেগমের ছেলে রাজীব মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকায় পূর্বে কারাভোগ করেছেন। সম্প্রতি কারামুক্ত হয়ে তিনি পুনরায় মাদকাসক্ত হয়ে পড়ে । শুক্রবার ইফতারের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজীব তাঁর স্ত্রী শোভা বেগমের কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি স্ত্রীকে মারধর শুরু করেন। স্ত্রীর কান্নার শব্দে  (রাজীবের মা)  এসে ছেলেকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এ সময় রাজীব ক্ষিপ্ত হয়ে আনারস কাটার দা দিয়ে মাকে কুপিয়ে হত্যা করে।

মাকে হত্যার পর মরদেহ গুমের চেষ্টা করে  রাজীব। এ সময় বাধা দিতে গেলে স্ত্রী শোভা বেগমকেও কুপিয়ে আহত করে তিনি। স্থানীয়রা শোভা বেগমকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্হার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবীর জানান, মাদকাসক্ত রাজীবের হাতে নৃশংসভাবে মা রাজিয়া বেগম খুন হয়েছেন। ঘটনাশোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির এর নেতৃত্বে একটি পুলিশের দল ঘাতক ছেলে রাজীবকে গ্রেফতারের জন্য অভিযান চালায় রাত ৩ টার দিকে মহিষমারা ইউনিয়নের ঘোনাপাড়া হতে তাকে গ্রেফতার করে পুলিশ হেপাজতে নিয়েছে বলে জানান। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com