মদনে মসজিদের টাকা আত্মসাৎ: টাকা ফেরতের দাবিতে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন।

গজনবী বিপ্লব,নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান শেখ মানিকের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাৎ এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার মদন সদর ইউনিয়নের বারগুড়ি গ্রামে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বারগুড়ি গ্রামে মমতাজ বেগম, শাফায়াত উল্লাহ, স্বপন মিয়া ও ইমাম নূরুল হক প্রমুখ। 

বক্তারা বলেন, বারগুড়ি গ্রামের দুইটি মসজিদের টাকা নিয়ে গ্রামবাসীর মধ্যে ঝগড়া হয়। এটি সমাধানের জন্য সালিশ হয়। বিষয়টি মীমাংসা না হওয়ায় সালিশে সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান শেখ মানিকের নিকট দুটি মসজিদে ১ লক্ষ ৫৫ হাজার টাকা তার নিকট জমা রাখার সিদ্ধান্ত হয়। মসজিদের টাকা নেওয়ার পর থেকে অদ্যবধি ইউপি চেয়ারম্যান বিষয়টি মীমসা করেন নি। তিনি টাকাও ফেরত দেননি। ফেরত চাইলে না দিয়ে তালবাহানা করেন। তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর নাম ভাঙ্গিয়ে আমাদেরকে বিভিন্ন সময় হুমকি দিয়ে যাচ্ছেন। অবিলম্বে আমাদের মসজিদের টাকা ফেরত দিতে হবে। দুর্নীতিবাজ নেতা বদরুজ্জামান শেখ মানিককে উপযুক্ত শাস্তি দিতে বিএনপির দায়িত্বশীলতা কর্মীদের কাছে দাবী জানান তারা। মসজিদের টাকা ফেরত দেওয়ার জন্য বিএনপি নেতা কর্মীদের হস্তক্ষেপ কামনা করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *