ভুয়া পরিচয়ে প্রতারণা: ইউএনও ও এসিলেন্ড এর নামে ‘চা-নাস্তার খরচ’ দাবি, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান।

মোঃ তাজুল ইসলাম বাদল নরসিংদী( মনোহরদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম.এ মুহাইমিন আল জিহান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ার নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে।

জানা গেছে, সম্প্রতি কিছু প্রতারক চক্র সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও সাধারণ জনগণের কাছ থেকে ‘চা-নাস্তার খরচ’ দাবি করছে।

ইউএনও এম.এ মুহাইমিন আল জিহান বলেন, আমাদের নামে কেউ যদি চা-নাস্তা বা কোনো আর্থিক সহায়তার জন্য ফোন করে, দয়া করে তা বিশ্বাস করবেন না। এমন কল পেলে দ্রুত নিকটস্থ থানায় জানান।

তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে সতর্ক থাকতে এবং এই ধরনের প্রতারণামূলক ফোন কল পেলে তাৎক্ষণিকভাবে থানায় অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com