ভিন্নমাত্রা লেখক ফোরাম পিরোজপুর জেলা কমিটির প্রথম মাসিক সভা ও চূড়ান্ত কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার : অনুষ্ঠিত হলো ভিন্নমাত্রা লেখক ফোরাম এর পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা, কবিতা পাঠ ও পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা।
অনুষ্ঠান উদ্বোধন করেন – ভিন্নমাত্রা লেখক ফোরাম এর পিরোজপুর জেলা কমিটি উপদেষ্টা জনাব ডাঃ এস দাস, সভাপতিত্ব করেন – কবি ফরিদা ইয়াসমিন নার্গিস। ভিন্নমাত্রা লেখক ফোরামের পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক – মোহাম্মদ শামসুদ্দোহার সার্বিক ব্যবস্থাপনায় এতে উপস্থিত ছিলেন – সহ সাধারণ সম্পাদক – জনাব মনোজ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক – সালেহা পারভীন হীরা, প্রচার সম্পাদক – মো. আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান ফরিদ, সহ দপ্তর সম্পাদক – নুরুল ইসলাম নয়ন, সাহিত্য সম্পাদক – হামিদা আক্তার পপি, সমাজকল্যাণ সম্পাদক – মোঃ আবুল হোসেন, প্রশিক্ষণ সম্পাদক – মোঃ মোস্তফা কামাল খান, আপ্যায়ন সম্পাদক – বিভা ইসলাম, তার মেয়ে ও তার জীবন সঙ্গি।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন -মোঃ মোস্তফা কামাল ও পবিত্র গীতা পাঠ করেন- কবি মনোজ দেবনাথ।
সাধারণ সম্পাদক সভাপতির অনুমতিক্রমে শুভেচ্ছা বক্তব্য ও কমিটির চুড়ান্ত তালিকা পড়ে শোনান।
কমিটির লক্ষ্য ও করণীয়, লেখার অগ্রগতি এবং সকলের সমন্বয়ে আমাদের লেখাগুলো যেন কাগজে জমা না থেকে বই আকারে প্রকাশ হতে পারে তা নিয়ে আলোচনা করেন। আগামী বইমেলা ২০২৬ এ পিরোজপুরের লেখক কবি সাহিত্যিকদের সমন্বয়ে মোঃ শামসুদ্দোহার সম্পাদনায় একটি যৌথ গল্পের বই এবং সভাপতি ফরিদা ইয়াসমিন নার্গিস এর সম্পাদনায় একটি যৌথ কবিতার বই প্রকাশ করার পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। সকলে তার নিজ নিজ কবিতা আবৃতি করেন এবং একটি আনন্দঘন মনোরম পরিবেশের মধ্য নিজেদের প্রতিভা ও প্রকাশ করেন।
সভাপতি তার মূল্যবান মতামত পেশ করেন এবং কবিতার মাধ্যমে সকলকে হেমন্তের নিমন্ত্রণ দেন। উপদেষ্টা ডা. এস দাস তার বক্তব্য পেশ করেন এবং কমিটির মাধ্যমে কোন গরিব দূস্থ্য রোগীকে তার কাছে পাঠানোর প্রস্তাব রাখেন। তিনি ঘোষণা দেন গরিব অসহায় রোগী তার কাছে পাঠালে তিনি ফ্রি চিকিৎসার ব্যবস্থা করবেন।

মোঃ আবুল হোসেন নিজের লেখা একটি বাউল গান গেয়ে শোনান, মো. মোস্তফা কামাল নিজের বরিশালের ভাষায় কবিতা আবৃত্তি করেন ও নিজের লেখা কৃষির উপর একটি জারি গেয়ে শোনান। বিভা ইসলাম, হামিদা আক্তার, মোঃ নূরুল ইসলাম নয়ন এবং মোহাম্মদ শামসুদ্দোহা নিজ নিজ কবিতা আবৃতি করেন।

নুরুল ইসলাম নয়ন সভাপতি ও উপদেষ্টা মহোদয়কে তার প্রকাশিত দ্বিতীয় উপন্যাস
” প্রিয়ার হাতে পুঁতির মালা” উপহার হিসাবে তুলে দেন।

সবশেষে আগামীতে কমিটির মাধ্যমে সকলের লেখা প্রকাশের আশাবাদ রেখে এবং ভিন্নমাত্রা লেখক ফোরাম এর চেয়ারম্যান কবি মুহাম্মদ মাসুম বিল্লাহর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং একে অপরের প্রতি কৃতজ্ঞতা ও দৃঢ় বন্ধনের কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com