ভালুকায় স্কুল ছাত্রের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মীর ফাহাদ ভালুকা ময়মনসিংহ প্রদিবেদক: ময়মনসিংহের ভালুকায় স্কুল ছাত্র মোঃ ইসহাক সাওম (১৩)’র উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও অপরাধিদের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসী ও ছাত্রসমাজের আয়োজনে ৫ ফেব্রæয়ারী বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোঃ ইসহাক সাওম ভালুকা পৌরসভার ৫নং ওয়ার্ড গ্যাস অফিস মোড় এলাকার মোঃ শামীম হোসেনের ছেলে ও ভালুকা পাইলট উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। বর্তমানে ইসহাক সাওম চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

জানা যায়, ফেইসবুকের একটি ছবি পোষ্ট কে কেন্দ্র করে ইসহাক সাওমের সাথে মো: আরমানের বিরোধ চলে আসছে। তার জের ধরে গত ২৮ জানুয়ারী সন্ধ্যার দিকে ইসহাক সাওম যখন ভালুকা উপজেলা কোয়ার্টারের ভিতরে তার বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলতেছিল। এমন সময় উৎপেতে থাকা কিশোর গ্যাং সদস্য সাজিদ নামে একজন খেলার মাঠ থেকে সাওম কে ডেকে এলোপাথারীভাবে মারধর শুরু করে।
তার ডাক চিৎকারে আশপাশ হইতে স্থানীয় লোকজন সহ ব্যাডমিন্টন খেলতে থাকা বন্ধুরা ঘটনাস্থলে আসিলে হামলাকারী কিশোর গ্যাং রা পালিয়ে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং খুর দিয়ে জখম করার চেষ্টা করলে সাওমের নাক ও উপরের ঠোটে গুরুতর জখম ও প্রচুর রক্ত খরণ হয়। গত ৩০ জানুয়ারী সাওম এর পিতা বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগে মোঃ আরমান, সাজিদ, রাতুল, আশিক, আসিফ,ইমন, সাকিব, সম্রাট এর বিরুদ্ধে মামলা হয়েছে । ভালুকা মডেল থানা মালা নং ৪৬।

ইসহাকের বাবা শামীম হোসের জানান, এরকম ভাবে কারো সন্তান কে যাতে কেহ না মারে । আমার ছেলের জন্য দোয়া করবেন। আমি পুলিশ প্রশাসনের কাছে বারবার যাচ্ছি । আমি ভিডিও ফুটেজ দিয়েছি । পুলিশ প্রশাসন কোন ভাবেই কাজ করতে চাচ্ছে না। সকলের কাছে দাবি আমি যেন সঠিক বিচার পাই।

মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।