ভালুকায় মাদক সহ বাংলা টিভির সাংবাদিক গ্রেফতার….

মীর ফাহাদ : ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজাসহ বাংলা টিভির সাংবাদিক পরিচয়দানকারী খোরশেদ আলম জীবন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে উপজেলার বড় কাশর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাংলা টিভির সাংবাদিক পরিচয়দানকারী উপজেলার বড় কাশর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে খোরশেদ আলম জীবনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। বাংলা টিভির ডিসট্রিভিশন ম্যানেজার শিহাব রাসেল জানান, খোরশেদ আলম জীবন বাংলা টিভির ময়মনসিংহ জেলার ভালুকা প্রতিনিধি।  অপরাধ করলে তিনি শাস্তি ভোগ করবেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুল হুদা খান জানান, ইয়াবা ও গাজাসহ খোরশেদ আলম জীবন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তবে তিনি সাংবাদিক কিনা তা তিনি বলতে পারছেন না। এ ঘটনায় মামলা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।