ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় জনতার হাতে ধরা পড়েছে মো. মোশারফ হোসেন (২৫) নামের এক ভুয়া সম্বনয়ক। উপজেলার জামিরদিয়া আরিফ ফ্যাক্টরীর ৩ নম্বর গেইট সংলগ্ন কামাল হোসেনের বাসার ভাড়াটিয়া। মোশারফ হোসেন তারাকান্দা লাউটিয়া গ্রামের মোঃ হারুনুর রশিদের ছেলে। সোমবার (১২ মে) সন্ধ্যায় জামিরদিয়া আরিফ ফ্যাক্টরীর এক নম্বর গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়। ওই ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা হয়েছে। স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, হবিরবাড়ি এলাকার মোঃ আজমুল মিয়া নামের এক ব্যবসায়ী সোমবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়ার আরিফ ফ্যাক্টরীর এক নম্বর গেইটের সামনে বসে লিচু বিক্রয় করছিলেন। ওই সময় মোশারফ হোসেন নিজেকে সম্বনয়ক পরিচয় দিয়ে আজমুল মিয়ার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। ওই সময় ব্যবসায়ী আজমুল চাঁদা দিতে অস্বকৃতি জানালে লাথি মেরে তার লিচুর খাঁচা ফেলে দিয়। এতে দশ হাজার টাকার ক্ষতি করা হয়। একই সময় চাঁদা না দিলে তিনি ওই স্থানে আজমলকে ব্যবসা করতে দেবেন না বলেও জানান। এসময় আশ পাশের দোকানদার ও স্থানীয়রা এগিয়ে আসলে তাদেরকেও ভয়ভীতি ও হুমকি দেন। এক পর্যায়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে তিলি এলোমেলো জবাব দেন। পরে, স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন।ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিনুল ইসলাম জানান, ওই ঘটনায় মামলা হয়েছে। ভুয়া সম্বনয়ক মোশারফ হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।