ভালুকায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা ফরিদা বানুর মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত…. 

মীর ফাহাদ ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় ফরিদা বানু লস্কর সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ৬ ডিসেম্বর শুক্রবার  সকাল ১১টায় ফরিদা বানুর ৩য় মৃত্যু বার্ষিকীতে  মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।  তিনি গত ৬ ডিসেম্বর ২০২১সালে মৃত্যু বরন করেন। ফরিদা বানু ছিলেন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা।  ভালুকা সরকারি কলেজের পাশে তিনি বিদ্যালয়টি স্থাপন করেন । তাহার  অর্থায়নে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। কর্ম জীবনে ফরিদা বানু শহীদ আনোয়ার বালিকা বিদ্যালয় ঢাকা সেনানিবাস এর সাবেক প্রধান শিক্ষক ছিলেন। এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোস্তফা কামাল লস্কর সাহেবের সহ-ধর্মীনি। স্কুল প্রতিষ্ঠাতা  ফরিদা বানুর ৩য় মৃত্যু বার্ষিকীতে তাহার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া  করা হয় । এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহ সভাপতি অধ্যাপক মতিউর রহমান খান মোহন, উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোকাম্মেল হোসেন ও অনন্য শিক্ষক মন্ডলী,  এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।